Bangladesh vs England match schedule 2023 | বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচের সময়সূচী 2023 (ODI & T20I)



ইংল্যান্ডের বাংলাদেশ সফর

সময়কাল: ১-১৪ মার্চ
ম্যাচ সমূহ: ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি

সাত বছর পর বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ২০১৬ সালের সফরে বাংলাদেশকে ১-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারানোর পর ১-১ সমতায় শেষ হয়েছিল টেস্ট সিরিজ। এবারের সিরিজে বাংলাদেশের সামনে তাই সুযোগ থাকছে ইংল্যান্ডকে মুদ্রার উলটো পিঠটা দেখানোর। তবে ইংল্যান্ডের জন্য এবারের সফরটা দুই দেশের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে নিশ্চিতভাবেই। দুই দলের মধ্যে এবারই হতে যাচ্ছে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশ টি-টোয়েন্টিতে কেমন করে সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ এবং ইংল্যান্ডের দিপাক্ষিক সিরিজের চূড়ান্ত সূচী প্রকাশিত হয়েছে। পূর্ব নির্ধারিত সিরিজের সময়সূচী প্রকাশ করেছে বিসিবি। ২০২৩ সালের  ১লা মার্চ মিরপুরে ইংল্যান্ডের সাথে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে এই সিরিজ শুরু হবে। তাই আজকে আমরা বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানবো।

ইংল্যান্ড ক্রিকেট দল মূলত ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারির পরে বাংলাদেশে আসবে। এরপর ১ লা মার্চ মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ম ওয়ানডে দিয়ে শুরু করবে বাংলাদেশের সাথে দিপাক্ষিক সিরিজ।

এই সফরে ইংল্যান্ড বাংলাদেশের সাথে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এবং তিনটি টি টুয়েন্টি ম্যাচ খেলবে। মার্চের ১,৩ এবং ৬ তারিখে তিনটি ওয়ানডে খেলবে দলটি। এরপর ৯,১২ এবং ১৪ মার্চ তিনটি টি টুয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে ২০২৩ সালের দল দুইটির দিপাক্ষিক সিরিজ শেষ হবে।

Bangladesh vs England ODI: 
বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ – ই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়। এবং ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে শেষে দুই দলই তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি টুয়েন্টি ম্যাচ খেলার উদ্দেশ্যে চট্টগ্রামে উড়াল দিবে। চট্টগ্রামে ৯ মার্চ প্রথম টি টুয়েন্টি শেষে আবার বাকি দুইটি টি টুয়েন্টি ম্যাচ খেলার উদ্দেশ্যে ঢাকায় উড়াল দিবেন।


Bangladesh vs England ODI schedule 2023 - বাংলাদেশ বনাম ইংল্যান্ড ODI ম্যাচের সময়সূচী 2023 : 

1st ODI
১ লা মার্চ - বাংলাদেশ বনাম ইংল্যান্ড - মিরপুর স্টেডিয়াম
Mar 01, Wed - Bangladesh vs England
England tour of Bangladesh, 2023
Shere Bangla National Stadium, Dhaka

2nd ODI
৩ মার্চ - বাংলাদেশ বনাম ইংল্যান্ড - মিরপুর স্টেডিয়াম
Mar 03, Fri - England vs Bangladesh
England tour of Bangladesh, 2023
Shere Bangla National Stadium, Dhaka

3rd ODI
৬ মার্চ - বাংলাদেশ বনাম ইংল্যান্ড - চট্টগ্রাম স্টেডিয়াম
Mar 06, Mon - Bangladesh vs England
England tour of Bangladesh, 2023
Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram



Bangladesh vs England T20I: 
বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যাকার ৩টি টি টুয়েন্টি ই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। যার প্রথম ম্যাচটি চট্টগ্রাম এবং দ্বিতীয় এবং সেশ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Bangladesh vs England T20I schedule 2023 - বাংলাদেশ বনাম ইংল্যান্ড T20I ম্যাচের সময়সূচী 2023 : 

1st T20I
৯ মার্চ - বাংলাদেশ বনাম ইংল্যান্ড - চট্টগ্রাম স্টেডিয়াম
Mar 09, Thu - Bangladesh vs England
England tour of Bangladesh, 2023
Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram

2nd T20I
১২ মার্চ - বাংলাদেশ বনাম ইংল্যান্ড - মিরপুর স্টেডিয়াম
Mar 12, Sun - Bangladesh vs England
England tour of Bangladesh, 2023
Shere Bangla National Stadium, Dhaka

3rd T20I
১৪ মার্চ - বাংলাদেশ বনাম ইংল্যান্ড - মিরপুর স্টেডিয়াম
Mar 14, Tue - Bangladesh vs England
England tour of Bangladesh, 2023
Shere Bangla National Stadium, Dhaka


বাংলাদেশ বনাম ইংল্যান্ড সময়সূচী 

বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩,বাংলাদেশ বনাম ইংল্যান্ড ২০২৩,বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের,বাংলাদেশ বনাম ইংল্যান্ড 2023,বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ চূড়ান্ত,বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ সময়সূচী,বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ সময়সূচি ২০২৩,বাংলাদেশ বনাম ইইংল্যান্ড সিরিজ ২০২৩ চূড়ান্ত সময়সূচি,বাংলাদেশ বনাম ইংল্যান্ড সময়সূচি,ইংল্যান্ড বনাম বাংলাদেশ,বাংলাদেশ বনাম ইংল্যান্ড খেলা কবে,বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সময়সূচি ..

Reactions

Post a Comment

3 Comments