খুলনা টাইগার্স যে দলের প্রতিষ্ঠা হয়েছে ২০১২ সালে। আর তখন থেকে এখন অব্দি বিভিন্ন নামে এই ক্রিকেট দলটি বিপিএল এর মধ্যে অংশগ্রহণ করেছে। আর ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়া বিপিএল আসরে এই ক্রিকেট দলটি পুনরায় নিজের নাম পরিবর্তন করে আবার অংশগ্রহণ করবে।
খুলনা টাইগার্স এর খেলোয়ার
আপনি যদি এবারের খুলনা টাইগার্স স্কোয়াড দেখেন। তাহলে খুব ভালো করে লক্ষ্য করতে পারবেন যে। এই বিপিএল ক্রিকেট টিমের মধ্যে অনেক মানসম্মত ক্রিকেটার রয়েছে। যেমন, তামিম ইকবাল, সাব্বির রহমান, শফিকুল ইসলাম সহ। মোঃ সাইফুদ্দিন, প্রীতম কুমার এর মত অনেক মানসম্মত ক্রিকেটার রয়েছে। যারা খুলনা টাইগার্স এর হয়ে খেলবে এবং বিপিএল এর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিপক্ষ দলের সাথে লড়বে।
BATSMEN
- Tamim Iqbal (Batsman) - Captain
- Avishka Fernando (Batsman)
- Mahmudul Hasan Joy (Batsman)
- Munim Shahriar (Batsman)
- Sabbir Rahman (Batsman)
- Yasir Ali (Batsman)
- Sharjeel Khan (Batsman)
- Fakhar Zaman (Batsman)
- Andrew Balbirnie (Batsman)
ALL-ROUNDER
- Dasun Shanaka (Batting Allrounder)
- Habibur Rahman (Bowling Allrounder)
- Mohammad Saifuddin (Bowling Allrounder)
- Nahidul Islam (Bowling Allrounder)
- Amad Butt (Bowling Allrounder)
WICKET-KEEPER
- Azam Khan (WK-Batsman)
- Pritom Kumar (WK-Batsman)
BOWLER
- Naseem Shah (Bowler)
- Nasum Ahmed (Bowler)
- Shafiqul Islam (Bowler)
- Paul van Meekeren (Bowler)
- Wahab Riaz (Bowler)
OTHERS
- Nahid Rana
- Musfik Hasan
খুলনা টাইগার্স এর ইতিহাস
আমি শুরুতেই বলেছি যে, খুলনা টাইগার্স নামক এই ক্রিকেট দলের প্রতিষ্ঠা হয়েছিল ২০১২ সালে। এবং যখন সর্ব প্রথম এই দলটির প্রতিষ্ঠ করা হয়েছিল। তখন এর নাম ছিল, খুলনা রয়েল বেঙ্গল। এবং তার কয়েক বছর পর অর্থাৎ ২০১৬ সালে এই দলের নাম পরিবর্তন করে, খুলনা টাইটানস রাখা হয়। এবং বিপিএল এর আসরে ২০১৯ সালে অংশগ্রহণকারী এই ক্রিকেট দলের নাম রাখা হয়, খুলনা টাইগার্স।
0 Comments