BPL Barisal Player Name List 2023 | ফরচুন বরিশাল এর খেলোয়াড়ের নাম ও অবস্থান |


Fortune Barisal Squad 2023: বরাবরের মতো ২০২৩ সালের বিপিএল এর মধ্যে অংশগ্রহণ করবে, ফরচুন বরিশাল স্কোয়াড। আর ইতি মধ্যে তারা অফিসিয়ালি ভাবে Fortune Barisal Squad 2023 প্রকাশ করেছে। যেখান থেকে আপনি জেনে নিতে পারবেন। বিপিএল ২০২৩ এ ফরচুন বরিশাল এর মধ্যে কোন কোন খেলোয়াড় রয়েছে। আর আপনি যদি সেই খেলোয়াড়ের নাম গুলো জানতে চান। তাহলে আপনাকে নিচে উল্লেখিত ফরচুন বরিশাল স্কোয়াড তালিকা দেখতে হবে।


ফরচুন বরিশাল এর ইতিহাস:

২০১২ সালে এই ঘরোয়া ক্রিকেট টিম এর প্রতিষ্ঠা হয়েছিল। এই ক্রিকেট দলটি সর্বপ্রথম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ এর মধ্যে অংশগ্রহণ করেছিল। এবং এই দলটির সূচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তার পরবর্তী সময়ে এই দলটি মাত্র ২ কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। এবং পরে এই দলটি কে ফরচুন গ্রুপ কিনে নেয়। আর বর্তমান সময়ে ফরচুন গ্রুপ থেকে এই ক্রিকেট দলটি কে পরিচালনা করে আসছে।


ফরচুন বরিশাল স্কোয়াড তালিকা | Fortune Barisal Squad List

BATSMEN

  • Haider Ali (Batsman)
  • Ibrahim Zadran (Batsman)
  • Saif Hassan (Batsman)


ALL ROUNDER

  • Shakib Al Hasan (Batting Allrounder) - Captain
  • Chaturanga de Silva (Batting Allrounder)
  • Iftikhar Ahmed (Batting Allrounder)
  • Mahmudullah (Batting Allrounder)
  • Salman Hossain (Batting Allrounder)
  • Rahkeem Cornwall (Bowling Allrounder)
  • Fazle Mahmud (Bowling Allrounder)
  • Mehidy Hasan Miraz (Bowling Allrounder)
  • Mohammad Wasim Jr (Bowling Allrounder)
  • Sunzamul Islam (Bowling Allrounder)


WICKET KEEPER

  • Anamul Haque (WK-Batsman)
  • Kusal Perera (WK-Batsman)


BOWLER

  • Ebadot Hossain (Bowler)
  • Kamrul Islam (Bowler)
  • Karim Janat (Bowler)
  • Khaled Ahmed (Bowler)
  • Qazi Onik (Bowler)
  • Usman Qadir (Bowler)
  • Kesrick Williams (Bowler)


ফরচুন বরিশাল এর মালিক.

এতক্ষণের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ফরচুন বরিশাল স্কোয়াড ২০২৩ এর মধ্যে কোন কোন খেলোয়াড় রয়েছে। তবে এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে। বলুন তো, ফরচুন বরিশালের মালিক কে। তাহলে কি আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? থাক আপনাকে কোন প্রশ্নের উত্তর দিতে হবে না। বরং আমি বলে দিচ্ছি যে, ফরচুন বরিশাল এর মালিক কে।


আমি উপরেই বলেছি যে, এই ক্রিকেট দলটির সর্ব প্রথম প্রতিষ্ঠা হয়েছিল ২০১২ সালে। আর এই ক্রিকেট দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ক্রিকেট বোর্ড এই দলটি কে মাত্র ২ কোটি টাকার বিনিময়ে ফরচুন গ্রুপের কাছে বিক্রি করে দেয়। তারপর থেকে এই ক্রিকেট দল টি ফরচুন গ্রুপ থেকে পরিচালনা করা হয়ে আসছে। এবং এখন পর্যন্ত তারাই এই ক্রিকেট দলের মালিক।


Reactions

Post a Comment

2 Comments