২০২৩ সালে বিপিএল এর নবম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই আসরে এবার অংশগ্রহণ করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইতি মধ্যে অফিসিয়ালি ভাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর ইতিহাস ও মালিক
বিপিএল এর মধ্যে অন্যান্য অংশগ্রহণকারী ক্রিকেট দল গুলোর মধ্যে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হল অন্যতম। তবে যখন এই দলটির সর্বপ্রথম সূচনা হয়েছিল। তখন এর নাম ছিল, চিটাগাং কিংস। আর এই নামে বিপিএল এর দুটি আসরে অংশগ্রহণ করেছিল। তার পরবর্তী সময়ে এই নামের মধ্যে পরিবর্তন নিয়ে আসা হয়। এবং তখন “চিটাগাং ভাইকিংস”- নাম দেওয়া হয়। আর সর্বশেষ এই নাম টি পরিবর্তন করে। এখন আমাদের কাছে “চট্টগ্রাম চ্যালেঞ্জার্স”- হিসেবে পরিচিত হয়েছে।
যেহেতু আপনি চট্টগ্রাম চালেঞ্জার্স স্কোয়াড জানতে এসেছেন। সেহেতু অবশ্যই আপনাকে একটি বিষয় জেনে নিতে হবে। সেটি হল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মালিক কে। তো এই দলের মালিক হলো, আখতার গ্রুপ। আর বিপিএল এর মধ্যে অন্যান্য দল গুলো তে যেমন মালিকানার ঘন ঘন পরিবর্তন হয়। অপরদিকে আপনি চট্টগ্রাম চালেঞ্জার্স এর ক্ষেত্রে এই ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না। কারণ শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মালিক এই দলটি কে পরিচালনা করে আসছে। তবে সময়ের সাথে সাথে বেশ কয়েকবার এই দলের নাম পরিবর্তন হয়েছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্লেয়ার লিস্ট
BATSMEN
- Unmukt Chand (Batsman)
- Mehedi Maruf (Batsman)
- Afif Hossain (Batting Allrounder) - Captain
- Max ODowd (Batting Allrounder)
- Ashan Priyanjan (Batting Allrounder)
- Shuvagata Hom (Batting Allrounder)
- Curtis Campher (Bowling Allrounder)
- Farhad Reza (Bowling Allrounder)
- Ziaur Rahman (Bowling Allrounder)
- Irfan Sukkur (WK-Batsman)
- Abu Jayed (Bowler)
- Vishwa Fernando (Bowler)
- Mehedi Hasan Rana (Bowler)
- Mrittunjoy Chowdhury (Bowler)
- Taijul Islam (Bowler)
- Tawfique Khan
আজকের এই আলোচনা থেকে আপনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড সম্পর্কে জানতে পেরেছেন। এবং আমি আপনাকে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছি যে। বিপিএল এর নবম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর খেলোয়াড়ের নাম কি।
তো আশা করি অতীতের Bpl আসর গুলোর তুলনায়। ২০২৩ সালে যে বিপিএল খেলা অনুষ্ঠিত হবে। সেই খেলাতে চট্টগ্রাম চালেঞ্জার্স অনেক ভালো পারফর্ম দেখাতে পারবে।
1 Comments
মোঃ মাজু মিয়া মাজু
ReplyDelete